1.. Present indefinite tense
কাকে বলে: কোন কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত সত্য চিরন্তন সত্য বুঝালে verb এর present indefinite tense হয়।
চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ, ই, য়, ও, ন, র ইত্যাদি যেকোনো একটি রূপ থাকে।
গঠন: subject+ মূল verb (present form) + s/es/ies+ object
Present Indefinite Tense - এর ব্যবহার :
(i) সচরাচর যে কাজ সংঘটিত হয় তা Present Indefinite Tense হয়।
যেমন:
* আমি ভাত খাই- I eat rice.
* আমি ক্রিকেট খেলি - we play cricket.
*তারা ফুটবল খেলে - they play football.
(ii) বর্তমানের অভ্যাস বোঝাতে Present Indefinite Tense ব্যবহৃত হয়।
যেমন:
* তিনি তাদেরকে ইংরেজি শিক্ষা দেন - he teaches them English
* আমি রাত 11:30 টায় ঘুমাতে চাই -I go to bed at 11:30 p.m.
(iii) চিরন্তন সত্য বুঝাতে Present Indefinite Tense হয়।
যেমন:
*সূর্য পূর্ব দিকে উদয় হয় - the sun rises in the East
*পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে - the earth moves around the sun
(iv) নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বোঝালে Present Indefinite Tense হয়।
যেমন:
*আমি আজকে বন্ধুর বাসায় যাব -I will go to my friend's home today
*কাল স্কুল টি বন্ধ হবে -the school closes tomorrow
(v) ঐতিহাসিক কোন বর্ণনায় Present Indefinite Tense হয়।
যেমন:
*আলেকজান্ডার ভারত জয় করেন - Alexander conquers India
(vi) প্রবাদ বাক্য বুঝালে Present Indefinite Tense হয়।
যেমন:
*গাইতে গাইতে গায়েন -practice makes a man perfect
*আগে ঘর তবে তো পর - Charity begin at home
*** Present Indefinite Tense কে Negative করার সময় subject এর পর do not/does not ব্যবহৃত হয়। interrogative করার সময় subject এর পূর্বে do/does ব্যবহৃত হয়।
যেমন:
*আমি ভাত খাই না - I do not eat rice
*সেকি ধূমপান করে? - does he smoke?
*তুমি কি ইংরেজি শেখো না? - do you not learning English?
*********************************************************************************
-------------------------------------------------------------------------------------------------------------------------
********************************************************************************